নীলকন্ঠ
চারিদিক কালো আকাশ ছেয়ে আছে
পায়ের নীচের সবুজ ঘাস হলদেটে
বিন্দু বিন্দু রক্তের নোনতা ছাপ
এরকমই আটপৌরে অস্থির জীবনে বিস্তৃত বালিয়াড়ি।
অবিশ্বাসে ভরে গেছে বিষের কলসপাত্র
ক্ষেত-খামারে বেড়ে উঠবে নীলকন্ঠ।
স্বপ্ন
বছর মাস পেরিয়ে
কখনো ফিরে এলে
বসন্তের শেষ রাতে
তুমি হাতে রেখো হাত।
জোনাকির আলো নিয়ে
আমরা খুঁজে নেবো চন্দ্রপথ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন