মলয়কান্তি মণ্ডলের কবিতা




নীলকন্ঠ

চারিদিক কালো আকাশ ছেয়ে আছে
পায়ের নীচের সবুজ ঘাস হলদেটে
বিন্দু বিন্দু রক্তের নোনতা ছাপ
এরকমই আটপৌরে অস্থির জীবনে বিস্তৃত বালিয়াড়ি।

অবিশ্বাসে ভরে গেছে বিষের কলসপাত্র
ক্ষেত-খামারে বেড়ে উঠবে নীলকন্ঠ।


স্বপ্ন

বছর মাস পেরিয়ে
কখনো ফিরে এলে
বসন্তের শেষ রাতে
তুমি হাতে রেখো হাত।
জোনাকির আলো নিয়ে
আমরা খুঁজে নেবো চন্দ্রপথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com