পরবর্তী সংখ্যার লেখা আহ্বান


স্পার্টাকাসঃ একটি লড়াকু পত্রিকা
স্পার্টাকাসের আগামী সংখ্যার বিশেষ বিষয়
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একশো বছর


এছাড়াও থাকবে অন্যান্য নিয়মিত বিভাগ।
বিশেষ বিষয় অথবা নিয়ামিত বিভাগে গদ্য, কবিতা বা যে কোন ধরনের লেখা পাঠাতে পারেন ১০ সেপ্টেম্বর, ২০১৯ এর মধ্যে। কবিতা পাঠালে পাঁচটির বেশি পাঠাবেন না। প্রতিটি লেখার নীচে ঠিকানা ও যোগাযোগ নম্বর দেবেন।

স্পার্টাকাস পত্রিকায় আলোচনার জন্য বই পাঠাতে চাইলে যোগাযোগ করুন ই-মেলে।

যাঁরা আঁকা বা ক্যামেরায় তোলা ছবি পাঠাতে চান, ইমেল করতে পারেন।

লেখা পাঠালে শুধুমাত্র ইউনিকোড ওয়ার্ড (যেমন অভ্র) ফাইলে পাঠান, ই-মেলের মাধ্যমে। মেল বডিতে টাইপ করেও লেখা পাঠান যেতে পারে। অন্য কোন মাধ্যমে লেখা পাঠালে বিবেচনা করা হবে না।

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com


সময়ের আঁচে দেহ-মন সেঁকে নেওয়ার মাধ্যম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com