যে পথে গ্যাছেন তিনি সেই পথ
জানে তাঁর প্রতিটি শিহর…
দণ্ড ও পুলকচিহ্ন উপর্যুপরি,
তাঁর অনিঃশেষ চলনের উচ্চাবচতা।
পথেরও কি পথশ্রম হয়? তার ঘুম
পায়? নিঃসাড় শুয়ে থাকে, শুধু
একটি রুদ্রাক্ষগাছ ফলের ভিতর
তার পরুষের আভা রেখে ঝুঁকে আছে বুকের উপর।
পথ কি পথের শেষ?
সূর্য অস্তমান…
পায়ে তার রাঙা মাটি উদাসীন পথের
দেবতা
হাঁটু ভেঙে আনত হলেন।
লেখা হলো নন্দনসম্মত এক
আপ্যায়ন, অবশেষকথা।ছবিঃ অঞ্জন চক্রবর্তী
অসাধারণ
উত্তরমুছুনঅনবদ্য।
উত্তরমুছুনএই কবিতা মগ্নতা দাবী করে।
উত্তরমুছুন