ঢেউ
ভীষণ কঠিন ঢেউকে কাগজ দিয়ে মুড়ে রাখা
একে জল আবার অস্থির
কালকের ছবিটা একবারও ফিরে আসেনি
যদিও আলোকিত ছিল আমার নিজের লজ্জায়
যাকে হাতে ধরে সরাতে পারছি না
ছলকে ছলকে উঠে
ভিজিয়ে ফাটিয়ে দিচ্ছে আমার সব চেষ্টা
কোথাও দাঁড়ান যাচ্ছে না
সব দুমড়ে মুচড়ে যাচ্ছে
পথে আবহাওয়া ভাল না পেলে
আমরা যাত্রা শুরুর শঙ্খধ্বনিকে
অশুভ মনে করি।
ভুল
বিরাট একটা জটিল বাক্য
মুখস্থ করতে করতে সে এলো
এক নিঃশ্বাসে বলে
মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল পাতায় পাতায়
গাছ থেকে মেঘের ছাতারা দেশে ফিরল
শুকনো আলোয় ভরে গেল সন্ধ্যার পাগল
তাড়াহুড়োয় কিছু ভুল হয়নি তো?
সে তো হয়েইছে
গাছেদের ঘন অপেক্ষায় যদি রৌদ্র জ্বলে
তা কত অসম্পূর্ণ
সে জানত না?
দ্বন্দ্বযুদ্ধ
তোমার অসহায়তা থেকে তুমি ঝাঁপ দাও
আমার অসহায়তা থেকে কুড়িয়ে এনে
পুঁতে দিই অগভীর মাটির নিচে
জল দিই
যন্ত্রণার সন্ধানে আমি
মাটির গভীরে এসে আটকা পড়ে গেছি
সবাই ভাবছে কসরত দেখাচ্ছি
এত জোরে হাততালি ফাটছে
কেউ শুনতে পারছে না আমার কান্নার সুর...
তোমার অসহায়তা থেকে তুমি মিলে দাও পাপড়ি
আমার অসহায়তা থেকে আমি ছিঁড়ে
কুটিকুটি করিচিত্রঃ মৌমিতা দাস
Asadharan
উত্তরমুছুনঅনবদ্য
উত্তরমুছুন