স্পার্টাকাসে লেখা পাঠালে ইউনিকোড ওয়ার্ড (যেমন অভ্র ) ফাইলে পাঠান, শুধুমাত্র ইমেলের মাধ্যমে। মেল বডিতে টাইপ করেও পাঠানো যেতে পারে। অন্য মাধ্যমে (পিডিএফ, জেপেগ ইত্যাদি) লেখা পাঠালে বিবেচনা করা হবে না।
কোন লেখা প্রকাশিত হবে তা সম্পাদকমণ্ডলীর বিচার্য।
যে-কোন সময়ে লেখা পাঠানো যেতে পারে। মনোনীত হলে কোন সংখ্যায় প্রকাশিত হবে তা সম্পাদকমণ্ডলীর বিচার্য।
স্পার্টাকাস পত্রিকায় আলোচনার জন্য বই পাঠাতে চাইলে যোগাযোগ করুন ই-মেলে।
লেখা পাঠান যে কোন বিষয়ে- কবিতা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠি, না-লেখা কথা... সবরকম লেখা... কোনরকম বিভাজনে উস্কানি দিতে পারে এমন লেখা আমরা প্রকাশ করতে পারব না। শব্দ সংখ্যার কোন বাধ্যবাধকতা নেই। গবেষণামূলক লেখাও পাঠান যেতে পারে। নতুন ধারণাকে স্পার্টাকাস স্বাগত জানায়।
যাঁরা নিজেদের ক্যামেরায় তোলা বা আঁকা ছবি পাঠাতে চান, ইমেল করতে পারেন।
যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com
মোবাইলঃ ৮৫০৭৩১৭৮৩৭/ ৮৭৭৭৫৩৩৯৩৩/ ৭০০১৩৯৩৩৫৯/৯০০২১১৬৫৪১/৯৪৭৫৩৩৭৮৯০
বাংলাদেশ থেকে লিখতে চাই।
উত্তরমুছুনলেখা পাঠাতে চাই নিজের স্বরচিত কবিতা। কবে পাঠাবো এবং কবে প্রকাশ হবে? এ সম্পর্কে একটু
উত্তরমুছুনব্যক্ষা করলে ভালো হয়।