গৌতম বন্দ্যোপাধ্যায়ের কবিতা



বাসন পড়ার শব্দ

সকালের বাসন পড়ার শব্দটা
আমাদের মনে থাকবে না
তাই যেতে চাইছে না
মিলিয়ে যাচ্ছে
জুলাই সেপ্টেম্বরের পেছনে
চলে যাচ্ছে বছরের পেছনে অন্য বছরে
ক্রমশ নিঃসীমের দিকে,
তাই সে যেতে চাইছে না
কিছুতেই চাইছে না।


রুটি বেলে মৃত্যু এসে গেল

তিরিশ বছর ধরে রুটি বেলে
একদিন মাথা তুলে দেখে-
          মৃত্যু এসে গেছে।
কত বৃষ্টি, সন্ধে নামা, কত ঘরে ফেরা
কবে কোথা দিয়ে পার হয়ে গেছে!

#
জানলার ধারে বাইরেটা দেখে ভাবে-
পাশে পাশে এরা ছিল এতদিন!
আপনজনেরা সব চলে গেছে
     কবে কোথা দিয়ে,
কেন আছে এখনও সে?

1 টি মন্তব্য:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com