আলোর কথা
আলোর
মহিমা কি সময় থাকতে তা বুঝে নিও, আলো মানে সেই যে এক আলোকিতা, রায়। ফেসবুকে মুখ গুঁজে একদিন ক্লিভেজের আধো অন্ধকারে যদি
পড়ে নিতে চাও তার খোলাপাতা, আলোর
কবিতা। টাইমলাইনে থাকুক স্তাবক লাইক, মুহূর্তে
হাজার, নিস্তার
খোঁজে না কি সেও খেয়ালখুশির ট্যাগে, মাঝরাতে ভিডিও কলিং
আর মেসেঞ্জারে ভার্চুয়াল প্রেমিকের মাখো মাখো সাহসী আবদারে...
ভাললাগাটুকু
যেন আলোর প্যাশন। নব নব রূপে পাবে বলে অন্ধকারে, অলিগলি ছেড়ে রাতের সড়কে, নিশিপাওয়া আলোর প্রতিদিন এই ব্যর্থ অভিযান। নিজের আকাশে যত ভালবাসা, সঙ্গোপন ওড়াউড়ি, মন যেন হাজারদুয়ারি, দাঁড়িয়ে রয়েছে একা
কুয়াশায় ভেজা বাতিঘর...
ঘন ঘন প্রোফাইল পাল্টাতে
চেয়ে পড়ন্ত বেলায়, আলো তাই নিজস্বী অভিসারী। চোখের
লুব্ধকে টানে থতমত যত সব যুবক জাহাজ। স্ট্রবেরি রাঙানো ঠোঁটে জলভরা মেঘ এসে যদি থমকায়, আশ্লেষে চুমু খায়। নিজের
ওয়াল থেকে ফিরে যায় রণপায়, দীঘির অতলে ফের সোনার কৌটোয় ভরে চুপিচুপি রেখে আসে বিষাদের আলো। বন্ধু ছাড়িয়ে গেছে পাঁচ হাজার, এইবার সময় থাকতে তুমি
লাইনে দাঁড়িয়ে পড়ো। আমার তো বন্ধু হারিয়ে গেছে, আমিও যে তারই ফলোয়ার...
ছবিঃ বিভাস সাহা
ছবিঃ বিভাস সাহা
হৃদয়ে দাগ কেটে গেল। দারুণ।
উত্তরমুছুনSahaj saral bastab
উত্তরমুছুনSwapnakamal babu ke motamat pouNche deoya habe
উত্তরমুছুনSwapnakamal Babu ke anurodh pratikriya deoyar...
উত্তরমুছুন