ভালোবাসার
পিরামিড
যত
দিন যায়, প্রশস্তি
কমে।
প্রত্যাশা
উঁচু হয়।
তীক্ষ্ণ
হয় কামনা।
সরু
হয় ফুটপাথ।
আর
সেই পথে হেঁটে চলি,
ঠোক্কর
খেতে, খেতে
ঠোকরাতে
ঠোকরাতে।
ঋতুপ্রবন
ঋতুজীবি জীবন,
ঋতুতেই সমাপ্ত।
অবহেলা নয় সখা
নিরক্ষরেখা বদলাচ্ছে গোলকার্ধ,
কিছু তাপ কারো দেশ
কম পাবে,
তাই অনিবার্য ভবিতব্য।
প্রেমিকের শূন্যতা
পূরন করবে স্মৃতির
জলাশয়।
কারো বার্ষিকগতিতে,
কারো আহ্নিক গতিতে দিনযাপন হয়।চিত্রঃ অর্ণব নন্দী
Suvechha neben.
উত্তরমুছুনভালো হয়েছে
উত্তরমুছুন