তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায়ের কবিতা



মলিন খৈ

আমিও পুড়তে থাকি রাই, নিজেই নিজে;
নিজের বুকেই দিনরাত জোয়ার ভাঁটার খেলা।
হিসেব মেলাতে গিয়ে না আছে ডাঙ্গা,
না পাই খুঁজে তোমার জন্য সাজানো ভাবনা অযথা।

যত্ন করে জ্বালিয়ে দিয়েছো ধ্রুপদ শিখা;
নপুংসক তার ঘরে সন্ধ্যাবাতি সাজিয়ে দিয়ে
আমার বুকে ছুঁড়ে মেরেছে একটি মলিন খৈ।


শ্রাবণ

অন্ধ তুমি গাইতে চাইলে গান
অসময়ের দরজা দিয়ে উধাও একতারা
সহসা কণ্ঠ হল চলার সাথী, ভরল ঝুলি
আজ ধান কেটেছে সোনারপুরের "ভাগচাষী

শেষ চাওয়াতেও চাইছিলে না তেমন কোনো রঙ
কণ্ঠে যখন উতলা হয়ে উঠলো ফাগুন
বলছিলে তাই, বাতিল চোখের শ্রাবণ।

৩টি মন্তব্য:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com