যশোধরা রায়চৌধুরীর কবিতা






পরিবার কলা


কতদিন হল তার, সে কিন্তু এখনো
প্রতিদিন বারান্দার কাপড়চোপড়
স্পর্শ করে বোঝে কতখানি শুকনো কত ভিজে ভিজে
কাচতে দেবার আগে কাপড়ের মলিনতা চোখে দেখে
নাকে শুঁকে অনুভব করে প্রতিক্ষণ


এইসব সূক্ষ্ম কলা বুঝবে না কেউ
ভক্ত ছাড়া যেমত বোঝে না হরিনাম
জিনিসের পাদপদ্মে ভক্তি ছাড়া কীভাবে করবে তুমি সংসার, বল ?


আহার, বিহার আর সংসারে লেগে থাকে ভালবাসা ধুলো
যত্নের মাটি আর সংরাগের জল


কতদিন হয়ে গেল, প্রতিদিন হাতে নিয়ে রান্নার ফসল
বুঝে যাও কোনটা পচা, কোনটা তাজা ফল
কতখানি নুন দিলে হয়ে উঠবে তরকারি অমৃত


তোমার অমৃত স্পর্শ করে তোলে  অনন্ত কবিতা
এই মর জগতের সবকিছু, অথচ কত না অবহেলা
সেই কবিতাকে দলে, ফেলে দিয়ে মানুষ গিয়েছে অন্য কোথাও, সন্ধানে। 

কবিতার অনুসন্ধান
করেছিলে আকাশে তত্ত্বসম্ভারে। 
অথচ কবিতা ছিল এখানে ওখানে 
বিড়ম্বিত স্থানে। 


ছিল রান্নাঘরে আর উঠোনে
নিচু নিচু গাছের তলায়
কুড়িয়ে ফেরার অন্বেষণে। 


ছিল উনুনের মধ্য গুঁজে দেওয়া
ফেলা কাগজের সঙ্গে কবিতাপত্রিকা


শিশুদের খেলাধুলো , আলম্বিত বাগানে বাথানে। 


রাগে গরগর করছে মন
প্রেমে থরথর করছে মন
হৃদয়ের উথালিপাথালি
খাঁজে খোঁজে খুঁজে যাওয়া খালি


অসহায় তীব্র দগ্ধ মন
পরক্ষণে প্রলেপ আয়োজন


এইসব কবিতাপ্রকৃতি
এইসবই সংসারের গতি


৬টি মন্তব্য:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com