সুব্রত চেলের কবিতা



নীরবতা

 এ রকম করে বললে বেঁচে যে থাকতে ইচ্ছে করে না তা নয়।
এ রকম করে স্বপ্ন দেখালে বেঁচে যে থাকতে ইচ্ছে করে না তা নয়।
সেই একটা কবিতা লেখার জন্য হন্যে হয়ে ঘরে ফিরছি
                                                  সূর্য ডোবার আগে।
খড়কুটো মুখে নিয়ে পাখিরা ফিরছে 
কোলাহল নিয়ে হাঁসেরা ফিরছে
কবিতার লাল-নীল চেহারা থমকে দাঁড়িয়েছে
গদ্যের সাত লাইনের ভেতর।


ঠিক এখানটাই অন্ধকার মানায় না,
যেমন মানায় না তোমার সম্পূর্ণ নীরবতা ।


ছবিঃ অর্ণব নন্দী

1 টি মন্তব্য:

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com