ইচ্ছে
হাতের মুঠো লুকিয়ে রাখছে
নিয়ন্ত্রিত আলো তাপ
যা শক্তি
যা উদ্দীপক
যা তুমি পড়তে পারবে না
অথচ আমি জানি এই তুরুপের তাসের ভেতর লুকিয়ে আছে এক ঘুমের
দেশ
তাকে জাগাও
তাকে এবড়োখেবড়ো পথের উপর দিয়ে
নিরন্তর ছুটিয়ে নিয়ে যাও
হাতে এক অদৃশ্য লাটাই
ইচ্ছেগুলো উড়ছে
উড়ছে ঘুড়ির মতো
বাতাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূরে
হাওয়ায় হাওয়ায় অদ্ভুত আলিঙ্গন
লাটাইয়ে ইচ্ছেকুসুম
ফুল হয়ে ফুটে উঠছে অনন্তের দিনরাত্রি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন